Unknown

Call

না, এ দুটি সম্পূর্ণ ভিন্ন সফটওয়্যার। বেসিক কনসেপ্টগুলো এক হলেও এদের ব্যবহার আলাদা। 

ইলাস্ট্রেটরে স্ক্রাচ থেকে কাজ শুরু করা হয়, এটি দিয়ে মূলত হাই কোয়ালিটি লোগো এবং 2D আর্ট তৈরি করা হয়। 

ফটোশপেও অনুরূপ কাজ করা যায় কিন্তু ইলাস্ট্রেটরের মত কোয়ালিটি এবং ডিটেইলস ফুটিয়ে তোলা কষ্টসাধ্য ব্যাপার। ফটোশপের মূল কাজ ইতোমধ্যে তোলা ফটো এডিট করা, লোগো তৈরি এবং ডিজিটাল আর্টস তৈরি। এছাড়াও ফটোশপ রিটাচিং ও ম্যানিপুলেশনের মতো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।

Talk Doctor Online in Bissoy App