কোন বই গুলো পড়লে মানবিক শাখা থেকে ঢাকা ইউনিভার্সিটি পড়ার সুযোগ হবে???? আমি কোন কোচিং এ ভর্তি হবো না। কোন কোন বই গুলো মানবিক শাখার জন্য ভালো????????
শেয়ার করুন বন্ধুর সাথে
প্রথমত আপনি আগে জানুন, আপনাকে কী পড়তে হবে? এ জন্যে আপনাকে বিগত বছরের প্রশ্নগুলো দেখতে হবে। তাই একটি প্রশ্নব্যাংক ঝটপট কিনে ফেলুন।

 

আপনি যদি মানবিক বিভাগ থেকে HSC দিয়েছেন, তাহলে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ অর্থাৎ ‘B’ ইউনিটে পরীক্ষা দিতে হবে। ঝটপট প্রশ্নব্যাংক কিনে ফেলুন।

 

এরপর মন দিয়ে প্রশ্নগুলো পড়ুন। উত্তর করার চেষ্টা করুন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আপনার উত্তর করতে হবে, তিনটি বিষয়ের। যথা—

 

১। বাংলা; ২। ইংরেজি; ৩। সাধারণ জ্ঞান (GK).

 

বাংলার জন্যে ‘বাংলা বিচিত্রা’ বইটি পড়তে পারেন। আর নবম-দশম শ্রেণির বোর্ডের বাংলা ব্যাকরণ বইটি অবশ্যই পড়বেন। নবম-দশম শ্রেণির বইটি যদি থাকে ত ভালো। না থাকলে পুরনো বইয়ের বাজার থেকে কিনে নিন। খুব কম দাম।

 

ইংরেজির জন্যে English for Competitive Exam (ইংলিশ ফর কমপিটিটিভ এক্সাম), ইংরেজি বিচিত্রা বই কিনুন ও পড়ুন। ইংরেজি ভোকাভিউলারির জন্যে সাইফুর’স ভোকাভিউলারি পড়ুন।

 

সাধারণ জ্ঞানের (GK) জন্যে প্রতি মাসে ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ পড়ুন। এ বছরের জানুয়ারি থেকে এ মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহ করে নিন। আর আগামী মাস (জুন) থেকে কারেন্ট অ্যাফেয়ার্সে ভার্সিটি ভর্তির জন্যে আলাদা চ্যাপ্টার ছাপবে। দুই-তিন পৃষ্ঠার। সেটি পড়ুন। আর ‘নতুন বিশ্ব’ বইটি সংগ্রহে রাখুন, আপডেটটা।

 

আর যদি কোচিং-এ ভর্তি হতে চান, ভর্তি হয়ে যান। কোর্স বুঝে গেলে বুঝতে পারবেন, কী পড়তে হবে। আর যদি কোচিং-এ ভর্তি না হন, তাহলে কোচিং-এর লেকচার শিট কোনো বন্ধুর নিকট থেকে নিবেন, যে কোচিং করবে। লেকচার শিট প্রতিটি দেখলে বুঝবেন যে, আপনাকে কী আর কতটুকু পড়তে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ