সন্ধিযুক্ত উপাঙ্গ হলো মূলত আর্থোপোডা পর্বের প্রাণীদের জোড়াওয়ালা পা । তেলাপোকা অথবা চিংড়ির পা থেয়াল করুন । আমরা সাধারণভাবে এদের পা বললেও এগুলো পা নয় । এগুলোকে বলা হয় উপাঙ্গ । এগুলোতে দেখবেন ২-৩ টা জোড়া থাকে । এই জোড়াগুলোকেই সন্ধি বলা হয় । এগুলোকে পা বলা হয় না কারণ এগুলো পা নয় । পায়ের কাজ করলেও পায়ের সাথে এগুলোর কোনো বৈশিষ্ট্যের মিল নেই । এগুলোতে আঙুল থাকে না । তার বদলে থাকে কাটার মতো কিছু ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ