Call

তেমন কোনো সমস্যা নেই। তবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আববেদন ফর্ম অনলাইনে পূরন করার সময় কিছু সমস্যা হতে পারে। যেমন : ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেবল মাত্র একবারই পরীক্ষা দেয়া যায়। সে হিসাবে ২০১৬-১৭ সালের ভর্তি পরীক্ষায় শুধু এস.এস.সি. ২০১৪ এবং এইচ.এস.সি. ২০১৬ তে দেয়া পরীক্ষার্থীগন অংশ গ্রহণ করতে পারবে। সেজন্য ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন ফর্মে এস.এস.সি. পাশের সন এর জায়গায় কেবল ২০১৪ এবং এইচ.এস.সি. এর স্থানে শুধুমাত্র ২০১৬ পুরন করার অপশন ছিলো। এখন ধরুন আপনি ২০১৩ তে এস.এস.সি. দেয়ার পর ইররেগুলার হিসাবে ২০১৬ তে এইচ.এস.সি. দিয়েছেন। সেক্ষেত্রে আপনার এস.এস.সি. এর সন ২০১৩ পুরন করতে যেয়ে দেখবেন সেটা সম্ভব হচ্ছে না। এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই না আরো কিছু বিশ্ববিদ্যালয়ে দেখা যাবে। তবে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা সম্ভাব্য সমাধান দেবে। এছাড়া ইররেগুলার হিসাবে তেমন কোনো সমস্যা নেই। 

Talk Doctor Online in Bissoy App