AIDS এর লক্ষণ : 

AIDS এর নিজস্ব কোন লক্ষণ নেই। এটি শুধুমাত্র শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কে দূর্বল করে বসে থাকে। ফলে আক্রান্ত ব্যক্তি এই জীবানুপূর্ণ পৃথিবীতে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পরে। এই সময়ে সমস্ত সাধারণ জীবানু দ্বারাও সে আক্রান্ত ও কাবু হয়ে পরে, অথচ সাধারণ অবস্থায় যেসব জীবানুর সঙ্গে যুদ্ধ করা তার জন্য কোন ব্যপার ই ছিলোনা। এই ধরণের জীবানুর আক্রমন কে বলা হয় opportunistic infections বা সুযোগ-সন্ধানী আক্রমন (যেহেতু রোগীর রোগ-প্রতিরোধ ক্ষমতা দূর্বল, এই সুযোগে সে আক্রমন করেছে)। opportunistic infections এর কারণে যেসব লক্ষণ দেখা যায়, তা হলো-

০১. ঠান্ডা লাগা

০২. সপ্তাহব্যপী ১০০ ডিগ্রী এর উপরে জ্বর থাকা

০৩. রাতের বেলা ঘাম হওয়া

০৪. লিম্ফ গ্ল্যান্ড ফুলে যাওয়া

০৫. ওজন কমতে থাকা

০৬. মাংস পেষীতে ব্যথা

০৭. জয়েন্ট এ ব্যথা

০৮. সার্বক্ষনিক দূর্বলতা বোধ করা

০৯. ক্রমাগত ডায়রিয়া থাকা

১০. মুখে ও জীহবায় সাদা ঘা থাকা

আস্তে আস্তে আরো ভয়াবহ রোগ ও তার শরীরে বাসা বাধতে থাকে যেমন- মেনিঞ্জাইটিস, যক্ষা, ক্যানসার, নিওমোনিয়া, সাইটোমেগালো ও হার্পিস ভাইরাসের আক্রমন ইত্যাদি।

 

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এইচআইভি ভাইরাস মানষের শরীরে প্রবেশ করার সাথে সাথে এর লক্ষন প্রকাশ পায় না বরং প্রবেশের পরে যখন মানুষের রোধ প্রতিরোধ ক্ষমতা সেস করে দেয় তখন প্রকাশ পায়। এখানে তিনটি পর্যায় এএ তুলে ধরা হল সংক্রমণের প্রাথমিক পর্যায়ের লক্ষণগুলো ১) দেহে লালচে দানা উঠা ২) প্রচণ্ড মাথা ব্যথা ৩) জ্বর ৪) গলা ভাঙ্গা ৫) লিম্ফগ্রন্থি ফুলে উঠা সংক্রমণ পরবর্তী পর্যায়ের লক্ষণগুলো ১) কোনো কারণ ছাড়া দ্রুত দেহের ওজন কমতে থাকা ২) জ্বরের মাত্রা বৃদ্ধি পাওয়া ৩) কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা শুরু হওয়া ৪) হাড়ের জয়েন্টগুলো ফুলে উঠা ৫) ডায়রিয়ায় আক্তান্ত হওয়া সংক্রমণের শেষ পর্যায়ের লক্ষণগুলো ১) ৩ মাসের বেশি সময় ধরে হাড়ের জয়েন্টগুলো ফুলে থাকা ২) মুখ কিংবা জিহ্বা বাঁকা হয়ে যাওয়া। মাঝে মাঝে সাদা সাদা দাগ পরতে দেখা যায়। ৩) দৃষ্টিশক্তিতে সমস্যা শুরু হয়। সবকিছু অস্পষ্ট এবং বিকৃত দেখতে পাওয়া ৪) দীর্ঘদিন ধরে ডায়রিয়ার সমস্যা থেকে যাওয়া ৫) টানা ২-৩ সপ্তাহ বা এরচাইতে বেশি সময় ধরে অনেক বেশি জ্বর থাকা ৬) মাথা ব্যথা তীব্র থেকে তীব্রতর হওয়া ৭) শুকনো কাশি এবং শ্বাসকষ্ট বেড়ে যাওয়া ৮) রাতের বেলা অনেক বেশি ঘাম হওয়া ৯) প্রচণ্ড দুর্বলতা বোধ করা উপরের লক্ষন সমুহ বিবেচনা করে অব্যশই রক্ত পরীক্ষা করে নিতে হবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ