ছাত্র জীবনে একটা বছর মানে অনেক মূল্যবান ১ বছর ।

 সেখানে ২ বছর লস দেয়ার প্রশ্নই উঠে না এবং আপনি যদি এইচ এস সি পরীক্ষার পর 

এক বছর লস দিন তাহলেই তো আর আপনার ঢাবি তে ভর্তির

 সুযোগই থাকবে না আপনি কেমনে ২ বছর মিস দিয়ে ভর্তি  হতে চান??

যদি আপনি ২ বছর মিস দেন এতে লেখাপড়ার মানসিকতাও নষ্ট হয়ে যেতে পারে ।

আর তাছাড়া ঢাবি এবং রাবি এর মধ্যে তেমন কোন তফাত দেখি না ।

আপনি এসব বাজে চিন্তা বাদ দিয়ে অবশ্যই রাবিতে পড়েন । 

আপনার জন্য শুভ কামনা রইলো ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ