শেয়ার করুন বন্ধুর সাথে

নিজের পার্সোনাল কক্ষে বিবস্ত্রাবস্থায় ঘুমনোর অবকাশ রয়েছে যদি তাতে অন্যের দৃষ্টি পড়ার আশঙ্কা না থাকে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ ! তোমাদের মালিকানাধীন দাস-দাসীগণ এবং তোমাদের মধ্যে যারা বয়ঃপ্রাপ্ত হয় নি তারা যেন তোমাদের কক্ষে প্রবেশ করতে তিন সময়ে অনুমতি গ্রহণ করে, ১. ফজরের সালাতের পূর্বে ২. দ্বিপ্রহরে যখন তোমরা তোমাদের পোষাক খুলে রাখো এবং ইশার সালাতের পর। এ তিন সময় তোমাদের গোপনীয়তার সময়। সূরা নূর ৫৮। সুতরাং নারীদের জন্যও ঘুমের সময় বিবস্ত্র হওয়ার অবকাশ রয়েছে। এতদ স্বত্ত্বেও সর্বাবস্থায় গোপনাঙ্গ আবৃত করে রাখাই উত্তম। বিনা প্রয়োজনে অনাবৃত না করা চাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ