সঠিক উত্তর দিয়ে হেল্প করবেন প্লীজ।
Share with your friends

এসএসসি পরীক্ষার রেজাল্ট হলো জীবনে প্রতিষ্ঠা লাভের ভিত্তি । একজন ছাত্রের ভবিষ্যত অনেকাংশে এসএসসির ফলাফল এর উপর নির্ভরশীল । এসএসসি তে ভালো রেজাল্ট করলে ভালো কলেজে ভর্তি হতে পারবেন , আর ভালো কলেজে ভর্তি হলে পড়ালেখাও ভালো হবে । মোটকথা এসএসসিতে একটা ভালো রেজাল্ট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে । সকল ধরণের চাকরিতেই এই রেজাল্ট দরকারে আসে । আর এসএসসিতে রেজাল্ট যদি ভালো থাকে তবে চাকরীতে প্রবেশের ক্ষেত্রেও সুনজর পাওয়া যাবে । কারণ কথায় বলেঃ Morning shows the day. . এজন্য "এসএসসি তে ভালো রেজাল্ট করব", এটি প্রত্যেক ছাত্রের লক্ষ্য থাকা উচিত ।

Talk Doctor Online in Bissoy App