বাসর রাত্রে যখন আমার স্ত্রীর সাথে প্রথম মিলন করার চেষ্টা করি তখন ওর প্রচন্ড রক্তক্ষরন হয়। অতিরিক্ত ব্লাড দেখে ওকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তাররা চ্যাকাপ করে অপারেশন করে এবং জরায়ুতে ৬ টি সেলাইয়ের প্রয়োজন হয়। এরপর ওনারা আমাকে একমাস সহবাস থেকে বিরত থাকার আদেশ দেয়। আজ ১৫ দিন শেষে আমার স্ত্রী তার জরায়ুতে কোনোরকম ব্যাথা বা কোনো সমস্যা অনুভব করতেছে না। আমার প্রশ্ন হলো এমতাবস্থায় আমি  যদি আজ থেকে সহবাস করার চেষ্টা করি তাহলে কোনো সমস্যা হবে কিনা? 

শেয়ার করুন বন্ধুর সাথে

না পারবেন না। যেহেতু জরায়ুতে ৬ টি শেলাই দেয়া

হয়েছে, সেখানে অবস্যই মারাত্বক জখম হয়েছিলো।

তাই আপনি কমপক্ষে ১ মাস বা তার অধিক সময়

তার সাথে সহবাস থেকে বিরত থাকুন। হয়তো ঔষদ

খাওয়ার জন্য তার এখন ব্যাথা অনুভব হচ্ছে না।

কিন্তুু সত্যিকারঅর্থে তার জরায়ু এখনও পুরোপুরি

ঠিক হয়নি। এমতাবস্তায় আবার সহবাস করতে

গেলে আবার সমস্যায় পড়তে পারেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ