Samsung Galaxy J5 (2015) ফোনটির চার্জ প্রায় আপনা আপনি শেষ হয়ে যাচ্ছে । রাত দশটার দিকে ফুল চার্জ করে রেখে দিলে সকালে প্রায় 20% চার্জ কমে যাচ্ছে । ব্রাইটনেস কমিয়ে রাখা হয় । এতবেশি অ্যাপসও ইনস্টল করা নেই । তবে কেন দ্রুত চার্জ ফুরিয়ে যাচ্ছে ? এক্ষেত্রে ফোনে কি কি করলে চার্জ কম ফুরাবে ? . ব্যাটারি পাল্টানো/কাস্টমার কেয়ারের উপদেশ দিয়ে উত্তর দিবেন না ।
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি ব্যাটারি পাল্টে দেখুন। তাতেও কাজ না হলে মোবাইল কাস্টমার কেয়ারে অথবা সার্ভিসিং সেন্টারে নিয়ে যান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
jinkuuu

Call

আপনি চাইলে 

DU Battery Saver ব্যবহার করতে পারেন ...... 

১০০মিলিয়ন উপকৃত হচ্ছে, আপনি ও হবেন আশা করি ...... 

ডাউনলোড লিঙ্ক - https://play.google.com/store/apps/details?id=com.dianxinos.dxbs&hl=en

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি Greenify এপসটি ব্যবহার করতে পারেন। ব্যাকগ্রাউন্ডে চলা অপ্রয়োজনীয় এপস গুলোকে বন্ধ করে রেখে আপনার ফোনের চার্জ বাচাতে পারেন। তবে রুটেড ফোনে এটি অসাধারণভাবে কাজ করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ