android ফোনে RAM কি কাজকরে,এটা কম থকলে কি হবে?
Share with your friends

RAM হল আপনার ফোনের

সফটওয়্যার এর চালিকাশক্তি।

যত বেশি রেম হবে, তত বেশি

সফটওয়্যার ইউজ করা যাবে।

রেম কম থাকলে বড় বড়

সফটওয়্যার অনেক সময়

ব্যবহার করা যায় না। লেখা ওঠে- 

Unfortunately ... has stopped.

এছাড়াও রেম কম থাকলে বড় কোনো

সফটওয়্যার ইউজ করা শুরু করলে

বাকি ছোট সফটওয়্যারগুলো 

আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে।

তাই একসঙ্গে একাধিক সফটওয়্যার

এবং বড় সফটওয়্যার ইউজ করতে

হলে বেশি রেমের বিকল্প নেই। 

Talk Doctor Online in Bissoy App