Upload failed: [object Object]


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ওটা ওতটা গুরুত্ব দিয়ে দেখা হয় না।অতিরিক্ত পৃষ্ঠার ঐ বৃত্ত ভরাট করার সিস্টেমটা এজন্যই রাখা হয়েছে যে,যদি কাঙ্ক্ষিত ভালো পরীক্ষা দিয়ে কেউ এ+ না পায়।তাহলে সে চ্যালেন্জ করলেই কেবল ওটা দেখা হয় যে তার পৃষ্ঠাগুলো ঠিক আছে কিনা,, বৃত্ত ভরাট ঠিক আছে কিন্তু পেজ নেই এমন হয়েছে কিনা ।তখন কেবল এটির প্রয়োজন হয়।তাই নিশ্চিন্ত থাকুন বৃত্ত ভরাট না করলেও অতিরিক্ত পৃষ্ঠার মার্ক যোগ হতে সমস্যা হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ