শেয়ার করুন বন্ধুর সাথে

কোনো ধর্মেই মানুষ মরে ভূত 

হওয়ার কথা নেই। এটা জাস্ট বাঙালিদের 

একটা কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাস।

হিন্দু ধর্মে শুধু এরকম আছে যে, 

কেউ পূণ্যের কাজ করে মারা গেলে সে

পুনর্জন্মে ভালো হবে বা বড় কোনো 

ঘরে তার জন্ম হবে। আর কেউ

খারাপ কাজ করে মারা গেলে সে নিকৃষ্ট

কোনো প্রাণী রূপে জন্মগ্রহণ করবে।

কিন্তু ভূত হওয়ার কথা নেই। 

এছাড়া অন্যান্য ধর্মে তো ভূতের অস্তিত্বই

অস্বীকার করা হয়। 

তবে ইসলামে জিনের অস্তিত্ব স্বীকার 

করা হয়। এ সম্বন্ধে কুরআনে একটি সূরাও আছে।

কিন্তু ভূত আর জিন এক নয়।

ভূত শুধু মানুষের বানানো কল্পকাহিনির চরিত্র। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ