আপনার স্ত্রীর যদি নিয়মিত পিরিয়ড হয়,যেমন প্রতিমাসে
এক ই তারিখ, তাহলে মাসিকের শেষ দিন থেকে পরের ৭
দিন আপনার জন্য নিরাপদ দিন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যাদের নিয়মিত মাসিক হয়, তাদের জন্য পিরিয়ড শুরু হওয়ার পর থেকে সাতদিন পর্যন্ত মিলন করা নিরাপদ। এ সময় বাচ্চা হবে না। সাধারণত মেয়েদের পাঁচ থেকে সাতদিন মাসিক হয়ে থাকে। এই দৃষ্টিকোণ থেকেই হিসাবটা করা হয়েছে। তবে যদি কোনো মেয়ের সাত থেকে দশদিন পর্যন্ত মাসিক হয়, তাহলে তার পুরো সময়টাই নিরাপদ। অর্থাৎ, মাসিকের পুরো সময়টা নিরাপদ। এ সময় মিলন করলেও বাচ্চা হবে না। কিন্তু মাসিকের সময় মিলন করা হারাম এবং চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও খুবই ক্ষতিকর। তাই এটা পরিত্যজ্য। যদি কোনো মেয়ের সাতদিনের কম মাসিক হয়, তাহলে তার জন্য সাতদিনের হিসাবে নিরাপত্তা ধরা হবে। যেমন, কোনো মেয়ের তিনদিন মাসিক হওয়ার নিয়ম থাকলে, তার জন্য মাসিক শেষ হওয়ার পর আরো চারদিন মিলন করা নিরাপদ। যদি পাঁচদিন মাসিক হয়, তাহলে মাসিক শেষ হওয়ার পর আরো দুইদিন নিরাপদ। কিন্তু যদি তার পুরো সাতদিন বা তারচেয়ে বেশি মাসিক হয়, তাহলে মাসিক শেষ হওয়ার পর তার আর কোনো নিরাপদ দিন নেই। তখন থেকে রিস্ক শুরু।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ