চার্জারের লাইটগুলো নির্ভর করবে আপনার ব্যাটারি উপর। এখানে রেজিস্টারেরর কোনো কাজ কেন আসবে। রেজিস্টারেরর কাজ হলো:- যে সকল বস্তু ইলেকট্রনের গতিপথে বাধা সৃষ্টি করলেও তাদের চলার পথকে সম্পূর্ণরুপে বন্ধ করে না,সেসব বস্তুকে রেজিস্টার বলে। এবং আপনার প্রশ্ন থেকে বুঝা যায় আপনে ওহমের সূত্রটি পুরোপুরি জানেন না। ওহমের সূত্রটি হলো:- নিদিষ্ট তাপমাত্রায় কোন একটি পরিবাহীর বিদ্যুৎ প্রবাহমাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।

Talk Doctor Online in Bissoy App