যা যা করনীয়ঃ


* কানের ব্যথা নিয়ন্ত্রণে রাখার জন্য পেইনকিলার হিসেবে প্যারাসিটামল, আইবুপ্রফেন, অ্যাসপিরিন খেতে পারেন।

* গরম সেক দিলে কিছুটা উপকার পাবেন।

* কানে কটন বাড, ম্যাচের কাঠি, পিন বা আঙুল দিয়ে চুলকাবেন না, খোঁচাবেন না।

* যদি কান থেকে তরল বের হয় বা গায়ে জ্বর থাকে, তবে দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে। বাচ্চাদের কানে ব্যথার ক্ষেত্রে নিজে কোনো চিকিৎসা করবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ