গত নভেম্বরে স্বর্ণ রূপার দাম কিছুটা কমেছিল।

সে সময় রূপার দাম ছিল ভরি প্রতি ৯৩৩ টাকা।

সে হিসেবে সাড়ে বায়ান্নো তোলা রূপার 

দাম হল- 48982.5 টাকা। 

এরপর আর দাম বেড়েছে কি না,

তা জানা যায়নি।

আর আজকের বাজার দর অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম- 

ঢাকার বাজারে বাজার দর (উত্তর ও পশ্চিমাঞ্চল )


পাকা (pure)প্রতি ভরি ক্রয়মূল্য- 41000 ৳

২২ k পুরাতন ব্যবহৃত প্রতি ভরি কেনা হবে - 37500৳

২১ k পুরাতন ব্যবহৃত প্রতি ভরি কেনা হবে - 35700৳


নতুন অলংকারের বিক্রয়মূল্য - 

২২k প্রতি ভরি- ৪৭০০০৳( মজুরী সহ )

২১k প্রতি ভরি - ৪৫০০০ ৳(মজুরী সহ )

(বি:দ্র:পাইকারী বাজারে মূল্য কিছুটা কম হতে পারে)

এটা মোটামুটি বাজার দর।

আসল দাম জানতে চাইলে বাজারে গিয়ে জিজ্ঞেস করতে হবে। আর জাকাত ইত্যাদিও সে অনুযায়ী আদায় করতে হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ