আপনি sd card টি ফোন থেকে বের করে আবার ডুকান। যদি কাজ না হয় তবে ফোন্টা রিবুট দেন। এতেও যদি কাজ না হয় তবে ভাইরাস আক্রমণ করেছে। স্কেন দেন।

Talk Doctor Online in Bissoy App

সমস্যাটা অনেকভাবেই হতে পারে। এটির ক্ষেত্রে হয় মেমোরি কার্ডের কোষগুলো অর্থাৎ সেক্টরগুলো এককালীন অকার্যকর হয়ে যায়, নয়তো পার্টিশনিং এ সমস্যা হয়ে unallocated space এ রুপ নেয়। দ্বিতীয়টির ক্ষেত্রে আপনি পার্টিশনিংয়ের সফটওয়্যার যেমন epm(easus partition manager) ব্যবহার করে রি-পার্টিশন করে ফরম্যাট করে নিলে মেমোরী কার্ডটি আবার সচল হবে। এক্ষেত্রে ডাটা ফিরে পাবেন না। ধন্যবাদ

Talk Doctor Online in Bissoy App