আমার ফোন symphony v50, otg নেই আমার ফোনে কি vr box support করবে? আর vr box এর দাম কত?
Share with your friends

VR Box এর দাম তার কোয়ালিটি ও মডেলের ওপর নির্ভর করে। বর্তমানে সর্বনিম্ন ৩০০ টাকায়ও ভিআর বক্স পাওয়া যায়। আর মোটামুটি মানের কিনতে চাইলে হাজার দুই হাজার টাকা। আর যদি স্যামসাং বা অন্য কোনো ভালো কোম্পানির কিনেন, তাহলে প্রায় দশ বারো হাজার টাকা লাগবে। মোবাইলের সঙ্গে ভিআর বক্স সেট করতে হলে ওটিজি লাগে না। এটা ওটিজি ছাড়াই সরাসরি কাজ করে। ভিআর বক্স প্রায় সব অ্যান্ড্রয়েডেই সাপোর্ট করে। সে হিসেবে আপনারটায়ও করবে। তবে ভালো ব্র্যান্ডের ফোন না হওয়ার কারণে তেমন মজা পাবেন না।

Talk Doctor Online in Bissoy App