শেয়ার করুন বন্ধুর সাথে

বাস্তবে এমন প্রাণী আছে বলে মনে হয় না। তবে প্রোটোজোয়া পর্বের কিছু প্রাণী যেমন ইউগ্লেনা, ভলভক্স এরা প্রতিকূল পরিবেশে খাদ্য গ্রহণ করে না। তখন এরা উদ্ভিদের মত আলোর সাহায্যে খাদ্য তৈরি করে। এছাড়া স্তন্যপায়ী প্রাণীরা মাতৃগর্ভে থাকাকালীন সময় মুখ দিয়ে কোন খাদ্য গ্রহণ করে না। আবার ব্যাঙ যখন শীতনিদ্রায় যায় তখন এরা মুখ দিয়ে কোন খাদ্য গ্রহণ না করেই দীর্ঘ দিন বেঁচে থাকে। এসময় এরা নিজের শরীরের জমানো চর্বি ব্যবহার করে শারীরবৃত্তিয় কাজ চালায়। আবার যদি কৌতুকের ছলে প্রশ্নটা করেন তাহলে বলা যায় মৃত প্রাণী খাদ্য গ্রহণ করে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ