উদ্ভিদ ও প্রানী কোষের ব্যাখ্যা সহ পার্থক্য বল ?????????? 


শেয়ার করুন বন্ধুর সাথে
biggan

Call
                   উদ্ভিদ কোষ    
                      প্রাণী কোষ 
(1) কোষপ্রাচীর উপস্থিত।
(1) কোষপ্রাচীর অনুপস্থিত।
(2) কোষপ্রাচীর দ্বারা আবৃত।
(2) প্লাজমা পর্দা দ্বারা আবৃত।
(3) প্লাস্টিড উপস্থিত।
(3) প্লাস্টিড অনুপস্থিত।
(4) বড় কোষগহ্বর থাকে।  (4) ক্ষুদ্র ক্ষুদ্র কোষগহ্বর থাকে।
(5) নিজের আকার পরিবর্তন করতে পারে না। (5) প্রায় সময় নিজের আকার পরিবর্তন করতে পারে। 
(6) সেন্ট্রিওল থাকে না।
(6) সেন্ট্রিওল থাকে।
(7) লাইসোজোম খুবই কম থাকে।
(7) লাইসোজোম সবসময় উপস্থিত থাকে।
(8) আকারে সাধারণত বৃহত্তর হয়।
(8) আকারে তুলনামূলক ছোট হয়।
(9) নিউক্লিয়াস সাইটোপ্লাজমের এক কোণায় থাকে।     
(9) নিউক্লিয়াস সাধারণত কেন্দ্রে থাকে।
(10) গ্লাইঅক্সিজোম উপস্থিত থাকতে পারে।
(10) গ্লাইঅক্সিজোম অনুপস্থিত থাকে।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ