আমি chrome থেকে ans.bissoy ব্যবাহার করি।কিন্তু মাঝে মাঝে লিখতে সমস্যা হয়।প্রোফাইল পিক চেন্জ করতে চাইলে পারি না।তাই জানতে চাই কোন software থেকে ans.bissoy ব্যবাহার করতে সুবিধা।


Share with your friends
Manik Raj

Call

বিস্ময় অ্যানসারস ব্রাউজ করার জন্য সবচেয়ে গুগল ক্রোমেই বেটার।

তারপর ইউসি ব্রাউজার।

তবে আমি ১০০% এর মধ্যে ৯০% ই বিস্ময় অ্যানসারস ব্রাউজ করি আমার স্যামসাম গ্যালাক্সি জেটু মোবাইলের নিজস্ব ব্রাউজার দিয়ে আর এটাই হচ্ছে

সবচেয়ে সেরা ব্রাউজার।

এপর্যন্ত অনেক অ্যাপস দিয়েই বিস্ময়

ব্যাবহার করেছি কিন্তু আমার সেটের ব্রাউজারের চেয়ে ভালো সুবিধা পাইনি।

আপনি গুগল ক্রোম দিয়ে আপনার প্রোফাইলের পিকচার পরিবর্তন করার জন্য নিচের নিয়মটা লক্ষ করুন।



প্রথমে বিস্ময় অ্যানসারস এ প্রবেশ করুন,

এবার আপনার নামে ক্লিক করেনimage

 এবার "Edit My Profile" এ ক্লিক করেনimage

 এখন " Image" এ ক্লিক করলে আপনাকে আপনার

মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে আপনার পছন্দানুযায়ী

যেকোনো একটি পিকচার নির্বাচিত করেন,

কিছুক্ষণ অপেক্ষা করুন ছবিটি আপলোড হওয়ার আগপর্যন্ত।

এবার "বৃত্তান্ত সংরক্ষণ" কর এখানে ক্লিক করুন ব্যস আপনার

কাজ শেষ।image

বিঃ দ্রঃ  পিকচারের এম্বির সাইজ অবশ্যই এক এম্বির নিচে হতে হবে।

Talk Doctor Online in Bissoy App