Tanvir90

Call

 সাধারণত বাংলাদেশে ফ্রী তে মাস্টারকার্ড পাবেন না। আর সাধারন মানুষ মাষ্টারকার্ড ব্যবহার করে কি করবে বলুন। আসলে মাষ্টারকার্ড সাধারণ মানুষের জন্য না। এটা পেতে আপনাকে শর্ত পূরণ করতে হবে। যে ব্যাংক থেকে নিতে চান আর কি। আর মাষ্টারকার্ড ব্যবহার করলে অনেক  খরচ হবে। তবে এটা আপনাকে মাসে মাসে কিছু টাকা দিতে হবে তাদের সার্ভিস  চার্জ হিসেবে। যেমন ধরুন পেয়নিয়র মাস্টার কার্ড এর এ ক্ষেত্রে প্রতি বছরই আপনাকে ৩০$ ডলার করে দিতে হবে। এই ডলারগুলো  কিন্তু প্রায় ১৮০০ টাকার মতন। এবার আপনিই ভাবুন। আর আপনার প্রশ্ন হচ্ছে কোনটা ভালো?মাষ্টারকার্ড  দুইটাই ভালো। দুটোর একটি দিয়ে আপনার সবকিছু করতে পারবে। যদি আরও কিছু জানা থাকে তাহলে মন্তব্য করুন।

Talk Doctor Online in Bissoy App