শেয়ার করুন বন্ধুর সাথে

হযরত জারির ইবনে আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত যে তিনি বলেন, কোন এক দিনের শুরুতে আমরা রাসুল (সা) এর নিকট ছিলাম তখন তার নিকট একটি জামাত আসল। এরপর তিনি পুরা হাদীস বর্ণনা করে বলেন, রাসুলুল্লাহ (সা) এরশাদ করেছেন, যে ব্যক্তি ইসলামে কোন উত্তম তরিকা প্রবর্তন করল তার জন্য রয়েছে সেই উত্তম কাজের সওয়াব এবং যারা উক্ত আমল করবে তাদের সওয়াব। এক্ষেত্রে আমলকারীদের সওয়াব থেকে সামান্য কমানো হবে না। আর যে ব্যক্তি ইসলামে কোন মন্দ কাজের সূচনা করবে তার ঘারে সে কাজের গুনাহ চাপিয়ে দেয়া হবে এবং যত লোক উক্ত মন্দ কাজ করবে তাদের গুনাহও উক্ত ব্যক্তির ঘারে চাপিয়ে দেয়া হবে। আর এক্ষেত্রে তাদের গুনাহ থেকে সামান্যও হ্রাস করা হবে না। (মুত্তাফাক আলাইহি) হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত যে রাসুলুল্লাহ (সা) এরশাদ করেন,যে ব্যক্তি হেদায়েতের দিকে মানুষকে আহ্বান করবে তাকে ঐ সকল ব্যক্তিদের সওয়াব প্রদান করা হবে যারা সেই হেদায়েত অনুযায়ী চলবে।এক্ষেত্রে আমলকারীদের সওয়াব থেকে সামান্য হ্রাস করা হবে না। আর যে ব্যক্তি মানুষকে কোন ভ্রান্ত পথে ডাকবে তার ঘারে ঐ ব্যক্তিদের গুনাহ চাপিয়ে দেয়া হবে যারা উক্ত মন্দ কাজ করবে। এক্ষেত্রে মন্দ আমলকারীদের আমল থেকে সামান্য গুনাহ কমানো হবে না।(মুসলিম)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ