শেয়ার করুন বন্ধুর সাথে

চাঁদের আলোকে সাদা কালো দেখায় কারন- অক্ষিগোলকের পেছনে রেটিনায় বাইরের দৃশ্যের ছায়া গঠিত হয়। এখানে আলোক-সংবেদনশীল দু"ধরনের সেল থাকে- "রড" ও "কোন"। রড সাধারণত আলোর তীব্রতা অনুভব করে আর কোন অনুভব করে রঙের উপস্থিতি। সাধারণত তিন ধরনের কোন বিভিন্ন ধরনের আলোকতরঙ্গ বা সহজ ভাষায় বললে রঙের অনুভ"তি লাভ করতে পারে। রড খুব কম আলোতে কাজ করতে পারে, স্বল্প আলোও তার কাছে ধরা পড়ে। খুব কম, এমনকি ৫-১০ ফোটনেও রড সাড়া দেয়। কিন্তু কোন- এর বেলায় তা হয়না। রঙের উপস্থিতি টের পেতে হলে কোন-এর প্রয়োজন কিছুটা উজ্জ্বল আলো। চাঁদের আলো অনুজ্জ্বল হওয়ায় রেটিনার কোনগুলো সক্রিয় হতে পারে না, তাই কোনো জিনিসের রঙ জ্যেৎস্নার আলোয় দেখা যায় না। চোখের রড ও তিন ধরনের কোন- এর অভাবজনিত কারণে নানা সমস্যা দেখা দেয়। যেমন, কারো চোখের তিন ধরনের কোন-এর একটির অভাব দেখা দিলে তিনি কিছু কিছু রঙ দেখতে পান কিন্তু কিছু রঙ দেখতে পান না, যাকে বলা হয় "ক্লালার ব্লাইন্ড"। যদি দু"ধরনের কোন-এর অভাব দেখা দেয় তাহলে বিভিন্ন রঙের পার্থক্য তিনি ধরতে পারেন না, তার চোখে সব কিছুই সাদা কালো। কারো চোখে রড যদি কম থাকে তাহলে তিনি উজ্জ্বল আলোয় ভালোই দেখেন কিন্তু আলোর উজ্জ্বলতা একটি নির্দিষ্ট মাত্রার নিচে নেমে গেলে আর দেখতে পান না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ