Call

ফেরেশতা নূরের তৈরী। জিন আগুনের তৈরী। সুতরাং জিন ও ফেরেশতা ভিন্ন দু'টি জাত। ফেরেশতা কখনো বিপথগামী হয় না। আর ইবলিশ বা শয়তান বিপথগামীতার কারণে চির অভিশপ্ত। তাফসিরে জালালাইনে ইবলিসকে (আবুল জিন) জিনের পিতা বলা হয়েছে। সুতরাং ইবলিশ জিন জাতেরই অন্তুর্ভুক্ত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

শয়তান কখনোই ফেরেস্তা ছিলনা । সে জ্বীন ছিল ।সূরা কাহফ, আয়াত ৫০ দেখুন । জ্বীনদের সম্পর্কে জানতে হলে আপনি ইবনে হাজার আসকালানীর লিখা {"জ্বীন জাতীর বিস্ময়কর ইতিহাস" বইটি পড়ুন । মদীনা পাবলিকেশনস ইহা অনুবাদ করেছে । প্রচুর দালিলীক বইটি ।ধন্যবাদ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ