Share with your friends
MMAALAMIN

Call

yahoo mail খুলতে হলে yahoo.com এ ডুকে sing up করতে হবে, তারপর নির্দেশনা অনুযায়ি খালি ঘর গুলো বরাট করতে হবে.তারপর এনটার ক্লিক করে সমাপ্ত করতে হবে. মনে রাখবেন পাসওয়ার্ড কিন্ত ক্যাপিটাল,স্মল ও নাম্বার সহ সর্ব নিম্ন ৮ টি হতে হবে.

Talk Doctor Online in Bissoy App

yahoo মেইল খোলার সব চেয়ে সহজ নিয়ম হলো এন্ড্রোয়েড মোবাইল থেকে মেইল আইডি খোলা। yahoo এপটি ইন্সটল দিয়ে ওপেন করলে, সেখানে নাম,পাসওয়ার্ড, মোবাইল নাম্বার দিন,কাংক্ষিত মেইল নেম যদি এভ্লিএবল থাকে আপনার মেইল খোলা হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App

প্রথমে আপনি www.yahoo.com এ ডুকুন তারপর 'Yahoo sign up' তারপর যে Page টি আসবে সেখানে প্রথমে 'Yahoo registration' লিখা তাকবে সেই নাম এর উপর ক্লিক করবেন তারপর একটা বড় Page আসবে যেখানে আপনি Sign করবেন। প্রথমে, First Name :[examaple : mosharaf] Last Name : [examaple: hossain] Gender : male দিবেন। Birthday : আপনার জন্মতারিখ দিবেন। Country :Bangladesh। তারপর, Yahoo ! ID & Email : [----------------------] @ [ yahoo.com |¤| ] [ check ] যে উপরের ঘরে খালি রয়েছে সেখানে আপনার নতুন Email ID দিবেন। যেমন : [ [email protected]] @ [ yahoo.co.uk |¤| ] [ check ] তারপর আপনি Check করে দেখবেন যদি is not available বলে তাহলে আবার নতুন আর একটা ID লিখে Check করে দেখবেন, তারপর যদি available বলে তাহলে বুঝবেন আপনার ID সঠিক হয়েছে। তারপর, Password : স্মল লেটার ক্যাপিটেল লেটার এবং সংখ্যা দিয়ে দিবেন। যেমন: (MOSHaraf12) Re-type Password : [Note : Password & Re-type Password একই থাকতে হবে ] Alternative e-mail (optional) : [ Note : এখানে আপনি অন্য খোলা একটি e-mail দিবেন কারণ আসল ID টা ভুলে গেলে এইটা দিয়ে কাজ চালাতে হবে ] Secret Question 1 : [ Note : এইখানে আপনি কতকগুলো প্রশ্ন দেখবেন এবং একটি নির্বাচন করবেন ] Your Answer : [ Note : এইখানে ঐ প্রশ্ন অনুযায়ী আপনার Ans দিবেন ] Secret Question 2 : [ Note : এইখানেও ওইটার মত কাজ করতে হবে ] Your Answer : [ Note : এইখানে Que 2 অনুযায়ী Ans দিতে হবে ] তারপর একটু নিচে দেওয়া থাকবে : Visual Code / Audio Code এইখানে একটি জটিল লিখা থাকবে বড় ঘরের নিচে যে ছোট ঘর রয়েছে সেখানে ঐ জটিল Code টি নির্ভুল এবং সঠিক ভাবে লিখতে হবে। তারপর সবার শেষে একটি লিখা থাকবে [ Create My Account ] তারপর সেই লিখায় ক্লিক করবেন। ক্লিক করার পর যদি কাজ হয় তখন Congratulation page আসবে।

Talk Doctor Online in Bissoy App