Call

আসলে এখানে যোগ্যতার বিচারে এ দেশের কেউ স্টার জলসা বা স্টার প্লাস দেখেনা। এ দেশের মানুষ হই-য়ে চলে। এদের নিজেদের বলে কিছু নেই, এরা শিকড় চিনেনা! আমার প্রস্তাব হলো, এ জাতীর মাছে ভাতে বাঙ্গালী খিতাবটা না দিয়ে যদি হই-য়ে তালে বাঙ্গালী দেওয়া যেত, যথার্থ হতো..!!!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

অভিনয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা কোন বড় বিষয় না তবে ভারতের অভিনেতারা সবাই শিক্ষিত। এদেশের মানুষ যেমন স্টার জলসাজি-বাংলার বিনোদনমুলক অনুষ্ঠানের কারনে হিন্দি চ্যানেল দেখা অনেক কমিয়ে দিয়েছে তেমনি অামাদের দেশিয় চ্যানেলগুলি যদি বিরামহীন বস্তা পঁচা সস্তা বিজ্ঞাপনপ্রতি ঘন্টায় অপরাজনীতি অার দুঃসংবাদে ভরা খবর অার সস্তা বিনোদন প্রচার কমিয়ে মানুষের চাহিদা মত সৃষ্টিশীল সুন্দর উপভোগ্য অনুষ্ঠান নির্মান করে তাহলে এমনিতেই সবাই কোলকাতার চ্যানেল দেখা কমিয়ে দিবে। খােদ পশ্চিমবঙ্গের বাংলা চ্যানেলের কাছে তাদের হিন্দি চ্যানেলগুলো মার খেয়ে গেছে। এটা প্রতিযোগীতার যুগ, মানুষের অাকাঙ্খা অার বাস্তবতা বুঝতে হবে। 

বাজারে যদি অনেক ধরনের পর্যাপ্ত মাছ, মাংস অার সব্জি থাকে তখন সবাই বেছে বেছে ভাল মানের তাজা জিনিসগুলোই কেনার চেষ্টা করবেএটাই স্বাভাবিক

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SohagRaha

Call

এক্ষেত্রে একেকজন এক রকমের শিক্ষিত ৷ তবে প্রত্যেকেই মাধ্যমিক পাশ ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ranaut

Call

অভিনয় করতে শিক্ষাগত যোগ্যতা লাগে না। এটা শিল্প। মোশারফ ভাইয়া বুয়েট এর ছাত্র বলে জানি না। অভিনয়ের জন্য ভালোবাসা থাকতে হয়। আগ্রহ লাগে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ