শেয়ার করুন বন্ধুর সাথে
Rocky

Call

স্টার টপোলজিতে সব কম্পিউটারগুলি একটি কেন্দ্রীয় স্থানে যুক্ত থাকে। এই সেন্ট্রাল নেটওয়ার্ক লোকেশনে থাকে একটি ডিভাইস যাকে বলা হয় কনসেনট্রেটর বা হাব । কোন কম্পিউটার সরাসরি অন্য কম্পিউটারে ডাটা পাঠাতে পারে না। কোন কম্পিউটার অন্য কম্পিউটারে ডাটা পাঠাতে প্রথমে তা হাবের কাছে পাঠায়। হাব সেই ডাটা সব কম্পিউটারে কিংবা গন্তব্য কম্পিউটারের নিকট পাঠায়। স্টার নেটওয়ার্ক টপোলজির সুবিধা ঃ ১. নেটওয়ার্কে কোন কম্পিউটার নষ্ট হলেও নেটওয়ার্কের অন্য অংশের কাজের কোন ব্যঘাত ঘটে না । ২. হাব বা সুইচ ছাড়া নেটওয়ার্কের অন্য কোন অংশের সংযোগ বিচ্ছিন্ন হলেও নেটওয়ার্ক সচল থাকে । ৩. একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের ক্যাবল ব্যবহার করা যায়। ৪. নেটওয়ার্কে কোন নতুন সংযোগ বা সংযোগ বিচ্ছিন্ন করার সময়ও নেটওয়ার্ক সিস্টেম সচল থাকে। ৫. কেন্দ্রীয়ভাবে নেটওয়ার্ক রক্ষনাবেক্ষন বা সমস্যা নিরূপন সহজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ