Call

সালেম ইবনে আবদুল্লাহ (রাঃ) সূত্রে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হাদিসটি নিম্নরূপ-

সালেম ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। আবদুল্লাহ ইবনে উমার (রা) বলেন, বিদায় হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু হজ্জ করেছেন। তিনি প্রথমে উমরার ইহরাম বেঁধেছেন, অতঃপর হজ্জের ইহরাম বেঁধেছেন এবং পরে কুরবানী করেছেন। তিনি যুল হুলাইফা থেকে কুরবানীর পশু সাথে নিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার ইহরাম দ্বারা শুরু করেছেন এবং পরে হজ্জের জন্য ইহরাম বেঁধেছেন। অন্যান্য লােকেরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথমে উমরা ও পরে হজ্জ করে তামাত্তু হজ্জ পালন করেছেন। কতক লােক কুরবানীর পশু সাথে নিয়ে এসেছিল আর কতক কুরবানীর পশু ছাড়াই এসেছিল। রাবী বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গিয়ে লােকদের উদ্দেশ্যে বললেনঃ যাদের সাথে কুরবানীর পশু আছে তাদের কারুর জন্য হজ্জ সমাপনের পূর্বে ইহরাম অবস্থায় যেসব কাজ হারাম তার কোনটিও করা হালাল নয়। আর তােমাদের মধ্যে যারা কুরবানীর পশু সাথে আনেনি তারা যেন বায়তুল্লাহ তাওয়াফ করে এবং সাফা-মারওয়া সাঈ করে মাথা মুড়িয়ে ইহরাম খুলে ফেলে। তারপর তারা যেন হজ্জের ইহরাম বাঁধে এবং কুরবানী করে। তবে যাদের কুরবানী করার সামর্থ্য নেই তারা যেন হজ্জের মধ্যে তিনদিন এবং ঘরে প্রত্যাবর্তন করে সাতদিন (মােট দশদিন) রােযা রাখে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে বায়তুল্লাহ তাওয়াফ করলেন। সর্বপ্রথম তিনি হাজরে আসওয়াদে চুমু খেলেন। অতঃপর তিনি সাতবার তাওয়াফ করলেন। এর মধ্যে প্রথম তিনবার দ্রুতগতিতে এবং শেষের চারবার স্বাভাবিক গতিতে হেঁটে কাবাঘর প্রদক্ষিণ করলেন। এরপর তাওয়াফ শেষ হলে মাকামে ইবরাহীমে দু'রাকাত নামায পড়লেন। সালাম ফিরিয়ে সাফায় এসে সাতবার সাফা-মারওয়া প্রদক্ষিণ করলেন। এরপর হজ্জ সমাপন করা, কুরবানীর দিন কুরবানী করা এবং মক্কায় ফিরে এসে তাওয়াফে ইফাদার আগ পর্যন্ত ইহরাম অবস্থায় যেসব কাজ হারাম ছিল তা একটিও তিনি নিজের ওপর হালাল করলেন। অতঃপর তিনি ইহরামের মাধ্যমে যা কিছু হারাম করেছিলেন তা থেকে সম্পূর্ণ হালাল হলেন (অর্থাৎ ইহরাম খুলে ফেললেন)। আর যারা কুরবানীর পশু সাথে এনেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন তারাও তাই করেছে। (মুসলিম, ২৮৪৭)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ