এই প্রশ্নের সঠিক উত্তর জানা জরুরি মনে হচ্ছে।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এটা মহান আল্লাহর পক্ষ থেকে যহর এর চার রাকআত সালাত কে দু' রাকাত কমিয়ে খুৎবার বিধান দেওয়া হয়েছে। যাতে সাধারণ মুসল্লিগণ ধর্মীয় বিভিন্ন বিধান খতীব সাহেবের মাধ্যমে জেনে নিয়ে সপ্তাহের বাকীটা সময় চলতে পারে। জুম'আর দিনের অনেক ফযিলত আমরা পবিত্র কুরআন ও সহীহ হাদীস থেকে জানতে পারি। সপ্তাহের সেরা দিন শুক্রবার। মুসলিমদের জন্য এটি সাপ্তাহিক ঈদের দিন। ঈদের নামাজের মতোই আনন্দ-উৎসবের সঙ্গে সবাই জুমার নামাজ আদায়ে মসজিদে সমবেত হন। সারা দেশে এদিন ঈমানদারের ভিড়ে লাখ লাখ মসজিদ উপচেপড়ে। জুমার নামাজ মুসলিম ঐতিহ্য ও সংস্কৃতির গৌরব তুলে ধরে বিশ্বের সামনে। আল্লাহ তায়ালা এরশাদ করেন, 'হে মোমিনরা, জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয়, তোমরা আল্লাহর স্মরণে তরা করো এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝ।' (সূরা জুমা : ৯)। হাদিসেও জুমার নামাজের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। ঘোষিত হয়েছে তা আদায়কারীদের জন্য অনেক পুরস্কার। (আশা করি আপনার উত্তরটি পেয়েছেন)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ