শেয়ার করুন বন্ধুর সাথে

সাধারণত মাইটোসিস কোষ বিভাজনের অপর নাম সমীকরণিক কোষ বিভাজন। এক্ষেত্রে একটা মাতৃ কোষ যখন দুইটা অপত্য কোষ সৃষ্টি করে তখন মাতৃ কোষের নিউক্লিয়াসের সমান সংখ্যক ক্রোমোসোম অপত্য কোষেও স্থানান্তরিত হয়। অর্থাৎ মাতৃ কোষের এবং অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা, গুণাগুণ হুবহু সমান হয়। যেকারণে এ্ই কোষ বিভাজনকে সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ