ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কি করার
শেয়ার করুন বন্ধুর সাথে

ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে, User name/Phone Number/Email দিয়ে ঐ আইডি ফিরে পাওয়া যায়। আপনি প্রথমে ফেসবুকে ডুকে ইমেইল ও পাসওয়ার্ড দেওয়ার বক্সের নিচে forget pasword নামে একটি অপশান দেখবেন।সেটাতে ক্লিক করুন। তারপর আরেকটি বক্স পাবেন। সেখানে, আপনার ফেসবুক যদি ইমেইল দিয়ে খোলা হয় তাহলে ইমেইল আর ফোন নাম্বার দিয়ে খোলা হলে ফোন নাম্বার লিখে সার্চ দিন। দেখবেন আপনার আইডিটি দেখাবে। তারপর এটা আপনার আইডি স্বীকার করে কন্টিনিউ চাপবেন। তারপর আপনার দেয়া নাম্বার অথবা ইমেইলে একটা ম্যাসেজ যাবে এবং ম্যাসেজে একটা কোড থাকবে সেটা ঐ পেজে কোডের জায়গায় কোড বসিয়ে কন্টিনিউ চাপলে নতুন পাসওয়ার্ড দিতে বলবে। তখন আপনি আপনার ইচ্ছে মত পাসওয়ার্ড দিতে পারবেন। আর এভাবেই আপনি আপনার ফেসবুক আইডি আবার ফিরে পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ