Call

'খাবার খাওয়ার সময় সালাম দিতে নেই' মর্মে কোন সহীহ হাদীস বর্নিত হয়নি। সালাম সর্বাবস্থায় আদান-প্রদান করা যায়। রাসূল (ছাঃ) ছালাতরত অবস্থাতেও হাতের ইশারায় সালামের উত্তর দিতেন (আবুদাউদ হা/৯২৬, তিরমিযী হা/৩৬৭, মিশকাত হা/৯৯১) । কেবল পেশাব-পায়খানার সময় তিনি সালামের উত্তর দিতেন না, বরং বের হয়ে উত্তর দিতেন (যদি সেই ব্যক্তি মওজুদ থাকত) (বুখারী হা/৩৩৭, আবুদাঊদ হা/১৭, মিশকাত হা/৪৬৭, ৫৩৫) ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
absraju

Call

নবম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় সালামের আদব সম্পর্কে একটা হাদিস পড়েছিলাম ।ঐটা বলা হয়েছে খাবার খাওয়া ব্যক্তিকে সালাম প্রদানে বিরত থাকার জন্য ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কথাটি পরিপূর্ণ সঠিক নয়।আসল কথা হলো উত্তর দিতে অসুবিধা হয় এমন সময়ে সালাম না দেয়া উচিৎ বা সালামের উত্তর প্রদানে ব্যক্তির স্বাধীনতা আছে। খাবারের লুকমা মুখে থাকাবস্থায় উত্তর দিতে অসুবিধা হয়। এ অবস্থায় সালামের উত্তর নাও দিতে পারে,পরেও দিতে পারে।লুকমা মুখে না থাকলে বা অন্য কোন অসুবিধা না থাকলে উত্তর দেয়া জরুরী।তবে সালাম দিতে কোন সমস্যা নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ