শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মসজিদের দেয়ালে, বিশেষ করে কিবলার দিকে, এমন কিছু লাগানো উচিৎ নয় যা মুসল্লির ধ্যান ভেঙে দেয়। রাসূলুল্লাহ স. বলেন, لا ينبغي أن يكون في البيت شيء يشغل المصلي ঘরে এমন কিছু রাখা উচিৎ নয় যা নামাযীর ধ্যান ভেঙে দেয়। (আবু দাউদ : ২০৩০, আলবানী বলেন : সহীহ) আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ স. এক চাদরে নামায পড়লেন। তাতে কিছু ডিজাইন ছিল। নামায শেষে তিনি বললেন, اذهبوا بخميصتي هذه إلى أبي جهم … فإنها ألهتني آنفاً عن صلاتي এই চাদর নিয়ে আবু জাহমকে দিয়ে দাও। কেননা এটা আমকে এক মুহূর্তের জন্য নামাযের ধ্যান থেকে বিরত রেখেছিল। (বুখারী ও মুসলিম) অপর এক বর্ণনায় আছে, كنت أنظر إلى علمها وأنا في الصلاة فأخاف أن تفتنني আমি নামাযের সময় এর ডিজাইনের দিকে তাকিয়ে ছিলাম। তাই ভয় হচ্ছে যে, এটা আমার ধ্যান ভেঙে দিবে। (বুখারী) আনাস রা. থেকে বর্ণিত, আয়েশা রা. এর দরজায় একটি চাদর ছিল। রাসূল স. বললেন, أميطي عني قرامك فإنه لا تزال تصاويره تعرض لي في صلاتي এই চাদর সরাও। কারণ এর ডিজাইনগুলো আমার নামাযে বিঘ্ন সৃষ্টি করে। (বুখারী) এসব হাদীসের আলোকে বোঝা যায় যে, নামাযীর চোখ যায় এমন জায়গায় এমন কোনো কিছু লাগানো উচিৎ নয়, যা তার নামাযে বিঘ্ন ঘটাবে বা ধ্যান অন্য দিকে নিয়ে যাবে। কিবলার দিকে ঘড়ি ইত্যাদি যদি নামাযীর দৃষ্টির বাইরে রাখা হয়, তাহলে কোনো সমস্যা আছে বলে মনে হয় না। তারপরও কিবলার দিকে কোনো কিছু লাগানো থেকে বিরত থাকা উচিৎ। এমনকি দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফীও নয়। অনেকে মসজিদে বিভিন্ন ইসলামী ক্যালেন্ডার, পোষ্টার ইত্যাদি লাগিয়ে থাকেন, যার নিচে বা পাশে ব্যবসা প্রতিষ্ঠানের নাম থাকে। এটা খুব ঘৃণ্য কাজ। মসজিদ ইবাদতের স্থান। ব্যবসা বা ব্যবসার মার্কেটিংয়ের জায়গা মসজিদ নয়। রাসূল স. বলেন, إذا رأيتم من يبيع أو يبتاع في المسجد فقولوا: لا أربح الله تجارتك যখন তোমরা দেখবে যে কেউ মসজিদে ক্রয় বা বিক্রয় করছে তখন বলবে, আল্লাহ তোমাকে ব্যবসায় লাভবান না করুন। (তিরমিযী : ১৩২১) কাজেই এসব বিষয়ে আমাদের আরো সতর্ক হওয়া উচিৎ। আল্লাহ আমাদের তাওফীক দিন। আমীন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ