shohanrand1

Call

এক গোসলই যথেস্ট-যদিও তিনবার গোসল ওয়াজিব হোক না কেন। যেমনঃ মেয়েলোকের হায়েয শেষ হওয়ার পর গোসল ফরয হয়েছে, কিন্তু গোসলের পূর্বে স্বামী সহবাস করেছে। সহবাসের গোসলের পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে। এমতাবস্থায় হায়েযের গোসল, সহবাসের গোসল ও মৃত্যুর গোসল-এই তিনটি একত্রিত হয়েছে। মৃত্যুর গোসলই সব গোসলের জন্য যথেষ্ট হবে। আল্লাহ-ই সর্বজ্ঞ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ