শেয়ার করুন বন্ধুর সাথে
shohanrand1

Call

ইলেকট্রিক বাল্ব তড়িৎ শক্তিকে তাপ ও আলোতে রূপান্তরিত করে। আলোকের এই ধরনের উৎসকে বলে “উজ্জল শ্বেতবর্ণ বাতি”। কাঁচের বাল্বের ভিতর সরু প্লাটিনাম তারের কুন্ডলীকে আটকে বা সিল করে দেয়া হয়। কুন্ডলীর দুইপ্রান্তকে যখন তড়িৎ উৎসের সাথে যুক্ত করা হয় তখন তা লাল-তপ্ত হয়ে আলোকপ্রভা বিচ্ছুরণ করে। এই লাল আলোকে সাদা করার নিমেত্তে আধুনিক বাল্ব গুলিতে টাংস্টেন ফিলামেন্ট সিল করা হয়। ফলে বাল্ব থেকে সাদা আলো বিচ্ছুরিত হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ