শেয়ার করুন বন্ধুর সাথে
manik

Call

প্লুটো আমাদের সৌরজগতের সর্বশেষ বস্তু । নবম এই গ্রহকে খুজতে সময় লেগেছিল ২৫ বছর । ১৯৩০ সালে ক্লাইড টমবাও ফটো প্লেটে এই গ্রহের সন্ধান পান । এটি ৯০,৭০০০ দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে । প্লুটো আকারে অনেক ছোট । এর কক্ষ পথ হওয়া উচিত ছিল নেপচুনের কক্ষপথের দ্বিগুণ দূরে । কিন্তু এর কক্ষপথ তার থেকেও অনেক কাছে । চলনের একপর্যায়ে প্লুটো নেপচুনের কক্ষপথের ভেতরে দিয়েই চলে যায় । প্লুটোর উপগ্রহ একটি এবং তার নাম "চ্যারন" । তাও আবার প্লুটোর চাইতে অনেক বড় । উপগ্রহ গ্রহের চাইতে বড় হতে পারে না । হয়তো প্লুটোই উপগ্রহ আর চ্যারনই গ্রহ । নয়তো দুইটিই গ্রহ বা উপগ্রহ নয় । এই দুইটি বস্তুই "আন্তগ্রহ" । আর এ ও হতে পারে যে বস্তু দ্বয় একধরণের "ভ্রাম্যমান গ্রহাণু" । কিন্তু এই প্লুটে গ্রহ বলা প্রায় অসম্ভব ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ