শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সাইক্লিং হলো সাঁতারের পর সবচেয়ে ভালো ব্যায়াম গুলোর একটি | সাঁতারের মতই সারা শরীরের ব্যায়াম হয় সাইক্লিং করলে, কিন্তু শরীরের নিচের ভাগের একটু বেশি হয় | সাইক্লিং করলে তলপেটের মাসল শক্ত হয়, যা পেট মোটা হওয়া কমাতে সাহায্য করে, বিশেষ করে উরুর চর্বি কমে, ফুসফুসের শক্তি বৃদ্ধি করে, হৃদরোগের সম্ভাবনা কমায় এবং ভারসাম্য রাখার ক্ষমতা বৃদ্ধি করে | সঠিক পদ্ধতিতে সাইকেল চালানো জরুরি অবশ্যই - চালানোর আগে ওয়ার্ম-আপ করে নিবেন, অন্তত পক্ষে ১৫-২০ মিনিট যদি একই গতিতে চালাতে পারেন, তা ৫ মিনিট খুব জোরে চালানোর থেকে ভালো | আর এই গতি ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করলে আরো ভালো | প্রতি ২০ মিনিট চালানোর পর ৫ মিনিট হালকা গতিতে চালিয়ে বিশ্রাম নেয়া ভালো | আজকাল ঢাকাতে সাইকেল চালানো কঠিন হয়ে যাচ্ছে, তাই একটি ষ্টেশনারী বাইক কিনতে পারেন | অনেকে ষ্টেশনারী বাইক বদ্ধ ঘরে রেখে ব্যবহার করেন, কিন্তু নিয়ম হলো যথেষ্ট আলো ও বাতাস থাকতে হবে | পারলে ছোট একটি ফ্যান সামনে রাখুন - কারণ সাইক্লিং এর সময় সামনে থেকে বাতাস স্বাভাবিক ভাবেই লাগে | সাইক্লিং এর পর বসে আগে ঠান্ডা হয়ে তার পর গোসল করা ভালো - সাথে সাথে গোসল করলে ঠান্ডা লাগতে পারে |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ