Call

IEB: Institute of Engineers, Bangladesh. ডিপ্লোমা ইঞ্জিনীয়াররা কিছু অতিরিক্ত কোর্স করে AMIE পরীক্ষায় পাশ করে বি এস সি ইঞ্জিনীয়ারদের ইকুইভ্যালেন্ট বা সমতুল্য হতে পারেন। বিস্তারিত জানার জন্য রমনায় অবস্থিত IEB তে যোগাযোগ করুন।

Talk Doctor Online in Bissoy App
Call

IEB তে AMIE পরীক্ষা বছরে ২ টি টার্মে অনুষ্টিত হয়। এপ্রিল টার্ম ও অক্টোবর টার্ম। পরীক্ষার জন্য ২ মাস পূর্বেই ফর্ম ফিলাপ করতে হয়। বর্তমান প্রতিটি সাবজেক্ট ফর্ম ফিলাপ বাবদ নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা। গ্রটশিট এর জন্য নির্ধারিত ফি ৫০০ টাকা। বার্ষিক ফি ১০০০ টাকা। পরীক্ষা শুরুর ১০ দিন আগেই আপনি এডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার দিনেও আপনি এডমিট নিতে পারবেন কোন সমস্যা নেই। AMIE পরীক্ষা সেন্টার রয়েছে ৪টি। BUET, KUET, RUET,CUET. অাপনি এই ৪টি সেন্টারের মধ্যে যে কোনটিতে পরীক্ষা দিকে পারবেন। ফর্ম ফিলাপ এর সময় পরীক্ষা সেন্টার নির্ধারণ করে দিতে হয়। AMIE পরীক্ষার প্রশ্নপত্র BUET কর্তৃক তৈরি হয়, এবং খাতা কাটা/যাচাই BUET ই করে থাকেন।

Talk Doctor Online in Bissoy App