শেয়ার করুন বন্ধুর সাথে
sayeedkhan

Call

বেদাত হচ্ছেন এমন কোনো কাজ বা আমল যা মানুষ সওয়াব লাভের জন্য করে থাকে, কিন্তু এই কাজ না রাসুলুল্লাহ (সাঃ) করেছেন, না করতে বলেছেন না সাহাবারা তাঁর সামনে করেছেন আর তিনি চুপ থেকে মৌন সম্মতি দিয়েছেন। বেদাত হচ্ছে মানুষের বানানো ভুয়া ইবাদত। আসলে এইগুলো ইবাদত নয়, এইগুলো করলে কোনো সওয়াব পাওয়া যায়না - বরং নবীর তরীকা না মানার কারণে এর উপরে আমল করা কবীরা গুনাহ। কিন্তু আফসোসের বিষয় - এইকাজগুলো যারা করে তারা এটাকে নেকীর কাজ মনে করে। এই কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন - অথচ অজ্ঞ লোকেরা মনে করে এইকাজগুলো করে জান্নাতে যাবে (নাউযুবিল্লাহ)। বেদাত হল, ধর্মের নামে ধর্মের মধ্যে নতুন আবিস্কৃত বিষয়। যা আল্লাহ বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ দ্বারা যা প্রমাণিত নয়, সাহাবায়ে কেরামের কেউ যা করেননি তা দীনি বা সওয়াবের কাজ বলে আমল করার নাম হল বিদআত। বিদআত যেমন কর্মে হয় তেমনি আকীদা- বিশ্বাসেও হয়ে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ