নিজের জায়গা ছেড়ে কোন সন্মানিতকে বসতে দেওয়া ইসলামী আদবের পর্যায়ভুক্ত নয়। বরং আদব হল নড়ে সরে বসে পাশে জায়গা করে দেওয়া। আর যার জন্য জায়গা ছেড়ে দেওয়া হবে, তার উচিত হল, সে জায়গায় না বসা। ইবনে উমার এইরূপ করতেন। (আলবানি)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

নেতার আদেশ মান্য করতে নিজে উঠে অপরকে জায়গা করে দিতে হবে। -হে মুমিনগণ!যখন তোমাদেরকে বলা হয় মাজলিসে স্হান প্রশস্ত করে দাও,তখন তোমরা স্হান প্রশস্ত করে দিও।আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত করে দিবেন।যখন তোমাদের বলা হয়,উঠে যাও।তখন তোমরা উঠে যেও।তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যার জ্ঞানপ্রাপ্ত,আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দেবেন।আল্লাহ খবর রাখেন,যা কিছু তোমরা করা।[ সুরা মুজাদালা-১১]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হাঁ, এটা আদবের অন্তর্ভুক্ত। কারণ রাসূল সা. বলেছেন- যে বড়কে সম্মান করে না এবং ছোটকে স্নেহ করে না; সে আমার দলভুক্ত না।- সুনানে তিরমিযী হা. নং ১৯১৯

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ