শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মুদ্রাবাজার ও মূলধন বাজারের মধ্যে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। নিচে তা তুলে ধরা হলো: ক. মুদ্রাবাজার স্বল্পমেয়াদি ঋণ নিয়ে কারবার করে। অপর পক্ষে মুদ্রাবাজার দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে কারবার করে। খ. মুদ্রাবাজার বিল অব এক্সচেঞ্জ, প্রতিজ্ঞাপত্র, ট্রেজারি বিল, স্বল্পমেয়াদি সরকারি বন্ড ইত্যাদি ঋণপত্রের লেনদেন হয়। পক্ষান্তরে মূলধন বাজার শেয়ার, ডিবেঞ্চার প্রভৃতি দীর্ঘমেয়াদি ঋণপত্রের লেনদেন হয়। গ. মুদ্রাবাজারের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান হলো বাণিজ্যিক ব্যাংক, বিমা কোম্পানি, বাট্টাকরণকারী, বিলের দালাল, বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ইত্যাদি। বিশেষ বিনিয়োগ ব্যাংক, শিল্প ব্যাংক, শিল্পঋণ সংস্থা, বৃহৎ প্রকল্প, স্টক এক্সচেঞ্জ ইত্যাদি মূলধন বাজারের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান। ঘ. ব্যাক্তি ও প্রতিষ্ঠানের জমাকৃত অর্থ মুদ্রাবাজারের মূলধন হিসেবে কাজ করে। অপর পক্ষে প্রতিষ্ঠানের নিজস্ব ইস্যুকৃত ঋণপত্র মূলধন বাজারের মূলধন হিসেবে কাজ করে। ঙ. স্বল্পকালীন উন্নয়ন সাধন মুদ্রাবাজারের কাজ। পক্ষান্তরে দীর্ঘকালীন উন্নয়ন সাধন মূলধন বাজারের কাজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ