মহানবী (সঃ) বলেছেন, “পূর্ণবিবাহ না হওয়া পর্যন্ত মহিলা তার সন্তানের বেশী হকদার।” ৫৯৭ (দারাকুত্বনী ৪১৮ নং, সিসঃ ৩৬৮ নং) অবশ্য মায়ের মধ্যে কোন প্রতিকূল গুণ থাকলে আলাদা কথা। সেক্ষেত্রে বাপই সন্তানের অধিকার পাবে। যেমন মায়ের হাতে সন্তান থাকলে খারাপ হয়ে যাবে--- এই আশঙ্কা থাকলে সে সন্তানের অধিকার হারাবে। পড়ন্ত সন্তান যদি জ্ঞান সম্পন্ন হয়, তাহলে তাকে এখতিয়ার দেওয়া হবে। সে যাকে বেছে নেবে, সেই তার প্রতিপালনের দায়িত্ব পাবে। ৫৯৮ (তিরমিযী ১৩৫৭, ইবনে মাজাহ ২৩৫১ নং)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বর্তমান বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী যদি স্ত্রিকে তালাক দেয় এবং তাদের সন্তান থাকে তাহলে সে সারা জীবন সেই সন্তান তার মায়ের কাছে থাকবে, সে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, এবং সন্তানের প্রিতা তার সন্তানের জন্যে বরন পোশন দিতে বাধ্য থাকিবে, যদি তালাক প্রাপ্ত সন্তানের মায়ের অন্য কোন জায়গায় বিয়ে হয়ে যায়, তাহলে সন্তানের মা তার সন্তানকে তার প্রিতার কাছে দিতে বাধ্য থাকিবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ