শেয়ার করুন বন্ধুর সাথে

দাড়ি রাখা সকল নবীর সুন্নত (তরীকা)। কিন্তু উম্মতের জন্য তা পালন করা ওয়াজেব। যেহেতু আল্লাহ্‌র রাসুল (সাঃ) বলেছেন, “তোমরা দাড়ি বাড়াও আর মোছ ছোট কর, পাকা চুলে (কালো ছাড়া অন্য রঙ) খেযাব লাগাও এবং ইয়াহুদ ও নাসারার সাদৃশ্য অবলম্বন করো না।” (আহমাদ, সহীহুল জামে ১০৬৭ নং) তিনি আরো বলেছেন, “মোছ ছেঁটে ও দাড়ি রেখে অগ্নিপূজকদের বৈপরীত্য কর।” (মুসলিম ২৬০ নং)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হ্যা, দাঁড়ি মোটেই ছাটা যাবে না । তবে, এক মুষ্টি থেকে লম্বা হলে, দাঁড়ি ছাটা জায়েজ। এতে যে কোনো উদ্দেশ্যে ছাটুন না কেন?

উল্লেখ্য যে, দাঁড়ি রাখা প্রত্যেক পুরুষের জন্য ওয়াজিব। কমপক্ষে, এক মুষ্টি পরিমাণ রাখা ওয়াজিব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ