যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে পানাহার করতে দেখবে, তাঁর জন্য ওয়াজেব তাকে স্মরণ করিয়ে দেওয়া। যেহেতু সে ভুলে পানাহার করেছে। আর রোজা অবস্থায় পানাহার হারাম। অনুরূপ রোজাদারের উচিত, স্মরণ হওয়া মাত্র সাথে সাথে মুখ থেকে খাবার ফেলে দেওয়া। (ইবনে উসাইমিন)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কোনো রোযাদারকে ভুলবশতঃ খাইতে দেখিলে, যদি সে সবল এবং রোযা রাখিতে কষ্ট না হয়, তাহলে তাকে স্মরণ করাইয়া দেওয়া ওয়াজিব। 


আর, যদি রোযাদার রোযা রাখিতে সবল না হন, তাহলে তাকে স্মরণ করাইয়া দিবে না বরং খাইতে দিবে।


তথ্যসুত্রঃ বেহেশতি জেওর, খন্ড-০১, পৃ-২৫৯, মাসয়ালা-২

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
কোনো রোযাদারকে ভুলবশতঃ খাইতে দেখিলে,যদি সে সবল এবং রোযা রাখিতে কষ্ট না হয়, তাহলে তাকে স্মরণ করাইয়া দেওয়া ওয়াজিব। আর, যদি রোযাদার রোযা রাখতে দুর্বল হন, তাহলে তাকে স্মরণ করাইয়া দিবে না বরং খাইতে দিবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ