শেয়ার করুন বন্ধুর সাথে

Call

ছেলে মেয়ে স্ত্রীর জন্য কাজ করব দায় মুক্তির জন্যে, মা, বাবার জন্যে কাজ করব দায় মুক্তি ও দোয়া পাওয়ার জন্যে, আত্নীয়-স্বজন, পাড়া-পড়শীর জন্যে কাজ করব পরকালের মুক্তির জন্যে, আয়ের জন্য কাজ করব নিজেকে ও পরিজনকে বাঁচানোর জন্যে, দান, খয়রাত, জাকাত প্রদান করব পাপ মুক্তি, নিজের জীবন ও সম্পদের নিরাপত্তার জন্যে, সৎ কাজ করব, ভালো উপদেশ দিব স্রষ্টার হুকুম পালনের জন্যে। সব কাজই তো নিজের জন্যেই করছি। কেহ আমার কাজে ভালো বলবে, এটা প্রত্যাশা করাও গুনাহ। তারপরে কেহ যদি কোন কাজে ভালো বলে, সেটা তার দান। আমার খুশী হওয়ার কিছু নেই। আমাকে দেখতে হবে, আল্লাহ আমার কাজে খুশী কিনা? কেহ কাজে মন্দ বললে, আমাকে শুধরে নিতে হবে। এটা সহীহ পথে আসার একটা সুযোগ। আর যারা দুনিয়ায় কাজের প্রসংশা চায়, তারা শুধু দুনিয়াই চায়। পরকালকে বিশ্বাস করেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ