শেয়ার করুন বন্ধুর সাথে

Call

ছোট থাকতে বাবা কে খুব ভয় পেতাম কিন্তু মা'র সাথে ছিল একদম বন্ধুর মত সম্পর্ক। মা কে সবকিছু বলতাম। এমনকি কোন মেয়ে আমাকে প্রেমের চিঠি দিল অথবা আমার প্রেমের আবদার অগ্রাহ্য করল সব। ধিরে ধিরে বড় হতে থাকলাম আর বুঝতে পারলাম বাবা'র সাথে দূরত্ব ক্রমেই কমে আসছে। এখন পর্যন্ত বাবা'ই হচ্ছে আমার সব। কিছু না বললেও বাবা ঠিকই আমাকে বুঝে ফেলে। আমার বাপ্পা'র কাছ থেকে কোন কিছুই আমি লুকাতে পারিনা। এখন এই ৪০ বছর বয়সেও আমার সবচেয়ে গাঢ় বন্ধুত্ব আমার প্রীয় বাপ্পা'র সাথে। এখন বন্ধু'র সংখ্যা বেড়েছে। আমার দুটো ছেলে। বড় ছেলে এখনও তার সবকিছু আমার সাথে শেয়ার না করলেও আমি আমার প্রায় সব কথাই তাকে বলতে চেষ্টা করি। কিছু কিছু বলেও ফেলি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ