RezaHasan

Call

ভালবাসা প্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে মন থেকে নিঃস্বার্থভাবে ভালবাসা। কেউ যখন মন থেকে ভালবাসবে তখন তার আচাড় ব্যাবহার, কথা, কাজে, অভিব্যাক্তি সবকিছুতেই সেই ভালবাসার মানুষের জন্য ভালবাসা প্রকাশ পাবে এবং সে অবশ্যই বুঝতে পারবে। যদি সে বুঝতে না পারে, তাহলে কিছু সময় নিন। কারন ভালবাসা ব্যাপারটা এক তরফা হতে পারেনা। আপনাকে বুঝতে হবে সে কি আসলেই বুঝতে পারছে না নাকি বুঝেও ইচ্ছে করে না বোঝার ভান করছে। যখন কেউ কাউকে ভালবাসে তখন সে সবসময় তার মঙ্গল চিন্তা করে, তাকে কেয়ার করে করে এবং সব রকম সাপোর্ট দেয়ার চেষ্টা করে। সর্বোপরি যে যেমন তাকে সেভাবেই ভালবাসে। সুন্দর উপরহার (বই, গোলাপ, কার্ড, চকলেট ইত্যাদি), চিঠি, বিশেষ দিবসগুলোতে সময় দিয়ে নানাভাবে ভালবাসার প্রকাশের সুন্দর মাধ্যম হতে পারে। তবে প্রথমেই সরাসরি এপ্রোচ করার চেয়ে আগে অপর পক্ষের মানসিকতা এবং অনুভুতীকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিৎ। যদি মনে করেন সে আপনার অনুভুতী বুঝতে পারছে সে ক্ষেত্রে সরাসরি সুন্দর কোন পরিবেশে ভালবাসার কথা জানানোই ভাল। এটাকে একটা আনুষ্ঠানিকতা বলা যেতে পারে। মনে রাখবেন যে ভালবাসায় সম্মান, বিশ্বাস আর মানসিক নিরাপত্তা অনুভুত হয়না সেটা আসলে ভালবাসা নয়। অনেকেই ভালবাসা, ভাল লাগা আর মোহ এর মধ্যে পার্থক্য করতে পারেনা এবং আবেগের বশবর্তি হয়ে ভুল করে বসে। ভাল থাকবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মন থেকে ভালোবাসা আপনি না মুখে বললেও তা প্রকাশ পাবে কাজের মাধ্যমে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ