শেয়ার করুন বন্ধুর সাথে

Call

ভালোবাসা প্রকাশের সহজ মাধ্যম হচ্ছে ভাষা এবং মৌখিক অভিব্যক্তি। আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন কিন্তু আপনার তাকে তা বোঝাতে পারেন না এর একমাত্র কারণ হল আপনি হয়ত আপনার তার সাথে মনের যোগাযোগটি ঠিকভাবে করতে পারছেন না। আপনার মনের কথাগুলো তাকে বোঝাতে পারছেন না কারণ সে আপনার মৌখিক এবং আভ্যন্তরীণ অভিব্যক্তিগুলো ধরতে পারছেন না। এর জন্য প্রয়োজন দুজনার ইঙ্গিতময় যোগাযোগ। আপনার সমস্যাটির সমাধানে যা যা করতে পারেন : - ভাষায় প্রকাশ করুন। ভাষা হল একমাত্র শক্তিশালী মাধ্যম যার মাধ্যমে আপনি আপনার মনের সব ধরনের অভিব্যক্তি সহজভাবে প্রকাশ করতে পারেন। ভাষার আশ্রয় নিয়ে আপনি তাকে জানিয়ে দিন যে আপনি তাকে কতটা ভালোবাসেন। - প্রয়োজনে চিঠির আশ্রয় নিন। হাতে লেখা চিঠি এখন আমাদের মাঝে নেই বললেই চলে। চিঠি এমন একটি শাক্তিশালী বাহন যার মাধ্যমে আপনি আপনার সামগ্রিক অভিব্যক্তি প্রকাশ করতে পারেন। - গানের কথায় বলে যে চোখ যে মনের কথা বলে। তাই আপনার অনুভূতিগুলো প্রকাশের জন্য চেখে চোখে কথা বলুন। - তৃতীয় পক্ষকে ব্যবহার করুন। কোনো বন্ধুর আশ্রয়ে তাকে মনের কথাগুলোর ব্যাখ্যা দিতে পারেন। তবে খুব প্রয়োজন না হলে এটি করার দরকার নেই। কেননা এতে হিতে বিপরীত হতে পারে। - উপহার দিয়েও তাকে আপনার মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারেন। -তার পছন্দ অপছন্দ গুলাকে গুরুত্ব দিন -তার পছন্দের রেসিপি গুলা বানানোর চেষ্টা করুন -আমার কাছে মনে হয় মুখোমুখি কথা বলে ক্লিয়ার করাটাই বেটার -বাহ্যিক এসব কর্মকাণ্ড এর পাশাপাশি তাকে বুঝতে চেষ্টা করুন।মন থেকে তাকে উপলব্ধি করুন। প্রয়োজনে সময় নিন। -একান্ত কিছু সময় কাটিয়ে বিভিন্ন ভাবে অভিব্যক্তি প্রকাশ করুন এইত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ